আমিঃ আসসালামু আলাইকুম ।
স্যারঃ ওয়ালাইকুম সালাম । How are you ?
আমি.......
Sir: What do you do ?
আমিঃ.....
Sir: Tell me about yourself.
আমিঃ....
Sir: Why HRM is inportantant ?
আমি....
Sir: Which post you applying ?
আমি.....
Sir: Tell me about core functions of bank ?
আমিঃ...
Sir: Do you know this job description ?
আমিঃ.....
Sir: How your subject is related to this job ?
আমিঃ.....
স্যারঃ Tell me. Is a leader born or made ?
আমিঃ.....
স্যারঃ Why ?
আমিঃ... এটার উত্তর দিতে পারিনাই
যারা আই এফ আই সি ব্যাংকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারাই তাদের এই অভিজ্ঞতা গুলো বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া বা পত্রিকাই শেয়ার করেছে । আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের কাছে শেয়ার করেছি মাত্র । উপরক্ত সকল কিছু তাদের বাস্তব অভিজ্ঞতা ।
এগুলো থেকে শুধু নিজেকে প্রস্তুত করুন । যেকোনো ভাইবার মূল ঘাতক ভয় বা নার্ভাসনেস এটা যারা নিয়ন্ত্রন করতে পারবে তাদের চাকরি নিশ্চিত হবেই । একটি উদাহরন দেই , হুট করে একজন যদি আমাদের প্রশ্ন করে নিজের সম্পর্কে বলুন, আমরা তখন ভাবতে শুরু করে দেই ঠিক মত বলতে পারি না আর যদি এটা ইংরেজিতে বলতে বলা হয় তো হয়েছে অনেকেই বলতে পারবে না ।
আমরা সবাই জানি চাকরির পরীক্ষাতে এটা একটা কমন প্রশ্ন তার পরেও কেনো এমন হবে । এখানে ৬০+ ইনিশিয়াল ভাইবা দেওয়া আছে অর্থাৎ ৬০ জনের বেশি ক্যান্ডিডেটের ভাইবার বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়েছে । প্রথমে একটি একটি করে পড়ুন এবার যেই প্রশ্নগুলো আপনার কাছে বেশি কঠিন বলে মনে হবে সেগুলো নোট করে নিন এবং সেগুলো ভালো করে প্রাকটিস করুন ।
জেনে রাখা ভালো বাংলা, ইংরেজি দুভাবেই প্রস্তুত করবেন । ভাগ্য ভালো হলে কিছুই শুনবে না , অনেকেই আছে বলেছে তাদের নাম, পিতার নাম , পিতা কি করেন শুনেই ভাইবা শেষ তাদেও চাকরি হয়েছে ।
তবে নিজেকে প্রস্তুক করে যাবেন সুযোগ বার বার আসে না । ভয় পাবেন না তেমন কঠিন কিছু প্রশ্ন করে না । করলোই বা তাতে কি ! আপনি জানেন, উত্তরটা আপনার জানা নেই কিন্তু সামনের জন সেটা কি বুঝবে সে ভেবেই নিবে আপনি উত্তরটা জানেন । তাই হুট করে এটা বলবেন না স্যার এটা আমি পারবো না সরি । না বলারও কিছু কৌশল আছে ।
যাদের হাতে সময় কম শর্ট প্রিপারেশন নিতে চান তারা আমাদের থেকে IFIC Bank TSO Exam Preparation And Previous Question Bank 2021 to 2024
এই শীট বা ই - বুক নিতে পারেন মূলত এই পরীক্ষার বিগত প্রশ্নগুলো পাবেন এই শীটে । যারা বিগত ৪ বছরে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ করে একত্রিত করা হয়েছে ।কি কি পাবেন সম্পূর্ন শীটে
- ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইনিশিয়াল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
- ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিখিত প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
- ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কম্পিউটার টেস্ট প্রশ্ন ও প্রশ্ন প্যাটার্ন
- ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাইনাল ভাইবা বাস্তব অভিজ্ঞতা
- এই পরীক্ষার জন্য কি পড়তে হবে ? কি কি বই পড়বেন ? এগুলো শীটের শেষে এফ.এ.কিউ অংশে পাবেন।