Board 3....
আমিঃ আসসালামু আলাইকুম। আসতে পারি?
-*জ্বী আসুন। বসুন
প্রশ্ন ১ঃ আপনি তো ইঞ্জিনিয়ারিং পড়েছেন। এই পোস্ট টা তো MTO না জানেন তো? এই পোষ্টে কেন এপ্লাই করেছেন?
আমিঃ জ্বী ম্যাম জানি। আসলে প্রাইভেট সেক্টরে MTO পোষ্টের জন্য মাস্টার্স ডিগ্রি চাওয়া হয়। যেটা আমার নেই। তাই চাইলেও আমি MTO তে এপ্লাই করতে পারছিনা।
প্রশ্ন ২ঃ আগে ific তে কয়বার ভাইভা দিয়েছেন?
আমিঃ এটা আর লাইফের প্রথম চাকরির ভাইভা। এর আগে আমি কোথাও এক্সাম দেইনি।
প্রশ্ন ৩ঃ কবে ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন?
আমিঃ ম্যাম লাস্ট নভেম্বরে আমি আমার সার্টিফিকেট পেয়েছি।
প্রশ্ন ৪ঃ এই ৪-৫ মাস কি কইরেছেন?
আমিঃ ম্যাম আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি।
প্রশ্ন ৫ঃ ific তো সরকারি না তাহলে এখানে কেন এপ্লাই করেছেন?
আমিঃ ম্যাম আমি টার্গেট করেছি বিসিএস এবং সরকারি ব্যাংক গুলো। পাশাপাশি বেসরকারি ব্যাংক এও এপ্লাই করছি।
প্রশ্ন ৫ঃ বেসরকারি ব্যাংক কেন?
আমিঃ ম্যাম আমি যদি আমার সেক্টরে জব করি সেটার জন্য আমার উইকেন্ড থাকবে ১ দিন। আর জব হবে ৮-৭টা টাইমে। এই কাজ করে আমার পক্ষে আলাদা করে গভমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয়া পসিবল না। তাই আমি প্রাইভেট ব্যাংক চুজ করেছি। এখানে ২ দিন উইকেন্ড পাবো। অর্থাৎ আমি আমার ক্যারিয়ারকে আরো গ্রো করার সুযোগ পাবো।
প্রশ্ন ৫ঃ তারমানে আপনি এই জব পেলেও করবেন না? আপনার উপর আমরা ইনভেস্ট করবো,ট্রেনিং দিব আর আপনি কিছুদিন পর চলে যাবেন?
আমিঃ বেটার অপারচুনিটি পেলে অবশ্যই সুইচ করবো। কিন্তু গভমেন্ট জব পাওয়াটাও এতটা ইজি না।
প্রশ্ন ৬ঃ এই ৪-৫ মাস পড়াশোনা করেই বুঝে গেছেন গভমেন্ট জব পাওয়া কঠিন?
আমিঃ ------
আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন।
আমিঃ থ্যাঙ্কিউ ম্যাম। আসসালামু আলাইকুম।