ইনিশিয়াল ভাইভা অভিজ্ঞতা
২৬.০৮. ২০২১
সকাল ১১-১.০০ টা
বোর্ড ১
সিরিয়াল ৩৭
এলসি কি?এলসি কি কাজে লাগে
-লেটার অফ ক্রেডিট, ডিটেইলস বললাম
ব্যাংকের কাজ কি?
-আমানত সংগ্রহ ও ঋণ প্রদান (ডিটেইলস)
ব্যাংক কিভাবে লাভ করে?
-মূলত ঋণ প্রদান ও আমানত সংগ্রহ (ডিটেইলস)
TSO হিসেবে আপনার ভূমিকা কি হবে?
-ওয়ান স্টপ সার্ভিস প্রদান (ডিটেইলস)
এর আগে কোন ব্যাংকে ফাইনাল ভাইভা দিয়েছেন?
-না, এটাই প্রথম কোন ভাইভা দিয়েছি। এর আগে কোন জায়গায় এপ্লাই করিনি।
কোন কোন ব্যাংকে এপ্লাই করেছেন?
-ট্রাস্ট, ইউসিবি, ব্র্যাক
সরকারি নাকি বেসরকারি ব্যাংক কোন চাকরি প্রেফার করবেন? কেন?
-বেসরকারি, স্কিলস এন্ড ম্যানেজমেন্ট
একই র্যাংকে সরকারি ও বেসরকারি ব্যাংকে জব পেলে কোথায় জয়েন করবেন? কেন?
- ম্যানেজমেন্ট স্কিল এর মাধ্যমে দ্রুত প্রোমোশনের সুযোগ
কখনো সোনালী ব্যাংকের কোন ব্রাঞ্চ ভিজিট করেছেন? তাদের কাজের প্রেসার কেমন দেখেছেন?
-জ্বি, প্রেশার থাকলেও স্কিল ম্যানেজমেন্ট এবং লার্নিং এর সুযোগ কম
কেন IFIC তে যোগ দিতে চান?
- লিডিং ব্যাংক উইথ আ স্কিলড ম্যানেজমেন্ট