TSO ভাইভা অভিজ্ঞতা -
মন টাই ভেংগে গেল।কেন এমন হলো?
প্রথম ভাইভা এমন তিক্ত অভিজ্ঞতা।
ড্রেসঃ ফরমাল শার্ট
ডিভাইসঃ মোবাইল
মোবাইল স্ট্যান্ডে রাখা ছিল।
হেডফোন ব্যাবহার করছিলাম।
ভাইভার বিবরণ নিচে দিলামঃ
স্যার-১ঃ সাঈদ শুনতে পাচ্ছেন?
আমিঃ আসসালামু আলাইকুম,জ্বি স্যার,শুনতে পাচ্ছি।আপনি শুনতে পাচ্ছেন?
স্যার-১ঃ জ্বি, আচ্ছা সাঈদ আপনি তো বি.এস.সি করছেন, তো এম.এস/এম.বি.এ নিয়ে কি ভাবনা আছে?
আমিঃ স্যার, আসলে এ মুহুর্তে চাকরি টা বেশি জরুরি। পরবর্তীতে MBA করার প্লান আছে।
স্যার-১ঃ আপনার তাহলে Study ব্রেক হয়ে যাবে না?
আমিঃ চুপ
স্যার-১ঃ আচ্ছা আপনি Introduce করেন ইংলিশে আপনাকে।
আমিঃ ******************
*******************
*******************
মাঝপথে থামিয়ে----
স্যার-১ঃ জনাব সাঈদ, এটা একটা ফরমাল ভাইভা। আপনি কি সেটা জানেন না?
আমিঃ জ্বি স্যার, জানি। তবে স্যার এটা আমার প্রথম ভাইভা আর স্যার আমি ড্রেস কোডের ব্যাপারে জেনেছি শার্ট পড়া যাবে কয়েকজন সিনিয়র ভাইয়া বলছেন।
স্যার-১ঃ (বিরক্তি নিয়ে)আচ্ছা আপনার ভাইভা এখানেই শেষ হলো, স্যার-২ আপনি কিছু জিজ্ঞেস করবেন?
স্যার-২ঃ না, আমার কিছু জিজ্ঞেস করার নেই।
স্যার-১ঃআচ্ছা সাঈদ, আপনাকে ধন্যবাদ, আপনি লেফট করতে পারেন এখন
আমিঃস্যার আপনাদের কেও অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম 😭
এখন আমার প্রশ্ন হলো?
কোন জিনিস টা ফরমালের বাইরে করলাম?
ড্রেস? হেডফোন? নাকি ব্যাকগ্রাউন্ড?
ক্লিন শেভ,চুল ছোট করেই গেছি।
কেন এমন করলেন ওনারা?
আর আমি কি কোনভাবে শর্টলিস্ট হতে পারি?