এই মাত্র initial viva দিলাম, কিছুটা nervous ছিলাম।
ভাইভা বোর্ডে একজন ম্যাম আর একজন স্যার ছিলেন।
আমাকে অ্যাড করার পর প্রথমেই ম্যামকে দেখলাম। আমি সালাম দিলাম।
১ম প্রশ্ন: মঞ্জুর - ই - এলাহী নাদিম, আপনি কেমন আছেন?
- একটু হাসি মুখে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আপনি ভালো আছেন?
উত্তর দিয়ে ২য় প্রশ্ন: জ্বি আপনি কোথায় আছেন? কুমিল্লায়.? আমি দেখতে পাচ্ছি আপনি MSc appeared দিয়েছেন।
- জ্বি ম্যাম আমি কুমিল্লায় আছি, রিসেন্টলি পরীক্ষা শেষ হয়েছে।
৩য় প্রশ্ন: আপনার ফ্যামিলিতে কে কে আছেন?
- উত্তর দিলাম
৪র্থ প্রশ্ন: আপনার বাবা কি করেন?
- বললাম।
৫ম প্রশ্ন: (আব্বুর জব ঢাকায়) তাই উনি জানতে চেয়েছেন, আপনি কুমিল্লায় পরিবারের সাথেই থাকেন?
- বললাম
৬ষষ্ঠ প্রশ্ন: আচ্ছা আপনি তো Mathematics এ পড়েছেন ব্যাংকে কেন আসতে চান?
- বললাম
৭ম প্রশ্ন: সরকারি জব পেলে কি ব্যাংক ছেড়ে দিবেন? মানে আপনার যদি BCS এ জব হয়ে যায় তাহলে কি চলে যাবেন?
- অনেস্টলি বলেছি।
৮ম প্রশ্ন: আপনি যে পদে আবেদন করেছেন একটু বলেন?
- বললাম।
তারপর তিনি বললেন আচ্ছা ঠিকাছে, আরেকজন স্যার কে ডেকে বললেন, স্যার আপনার কোনো প্রশ্ন থাকলে করুন।
প্রশ্ন ১: (আমার নেট ঠিকই ছিল, ওনার নেট প্রব্লেম করতেছিল তাই আবার জিজ্ঞেস করলাম) উনি আবার বললেন, আচ্ছা আপনি জানেন এইযে আপনার এই পদে বা ব্যাংকে কাজ করতে হলে কি কি দরকার হয়?? ( একটু কষ্ট হয়েছে বুঝতে)
- তারপর ২-৩ টা skill এর কথা বলেছি। তারপর উনি আমকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা ঠিকাছে। ভালো থাকবেন।
আমিও সালাম দিয়েছিলাম, কিন্তু এর আগেই Disconnect করে দিয়েছেন।
এইতো, এটুকুই। পুরোটা বাংলায় ই ছিলো। শুধু শেষে ওই স্যার এসে english এ জিজ্ঞেস করেছেন।
আর আমার ড্রেস সম্পূর্ণ ফরমাল ছিলো। ক্লিন শেভ, স্যুট, ছোট চুল। মুখে কিছুটা হাসি হাসি ভাব রেখছি।
অভিজ্ঞ ভাইয়া, আপু, যারা আছেন একটু বলবেন কি, সিলেক্ট হবার সম্ভাবনা কতটুকু?
ধন্যবাদ।